নিজস্ব সংবাদদাতা: বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা বর্তমানে রয়েছেন শান্তিনিকেতনের নিজের বাড়িতে। তিনি তার বাড়িতে থাকাকালীন বিভিন্ন বিধানসভা এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তার সঙ্গে দেখা করতে আসছেন। এই সকল কর্মী-সমর্থকদের মধ্যে নানুর বিধানসভা কর্মী-সমর্থকরা অনুপম হাজরার কাছে ভোটের পর কর্মী-সমর্থকদের পাশে নেতৃত্ব দাঁড়ায়নি এমনই অভিযোগ করলেন।
অনুপম হাজরা এই অভিযোগ পাওয়ার পর তা নিয়ে আগামী ৭ নভেম্বর বিজেপির একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে বিষয়টি তুলবেন এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন। পাশাপাশি তিনি এক প্রকার স্বীকার করে নিয়েছেন তাদের এই গাফিলতির কথা। তার কথা অনুযায়ী রাজ্য থেকে জেলার প্রতিটি নেতৃত্বের সঙ্গে কর্মী-সমর্থকদের একটি ফারাক তৈরি হয়েছে বিধানসভা নির্বাচনের পর। এর মূলে রয়েছে ভোট পরবর্তী হিংসা এবং প্রাণহানির আশঙ্কা।