নিজস্ব সংবাদদাতা: বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠকে ফের একবার উঠে এল ‘দিদি-ভাইপো’ তত্ত্ব। অধীর বাবুর গলায় শোনা গেল তির্যকের সুর। তাঁর কথায়, “গত ২০ শে আগষ্ট দিদি সব দলকে ডেকে বললেন আমরা সকলে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। তারপর ভাইপোকে ইডির দফতরে ডাকার ৯ ঘন্টা জেরার পরে ৬ ই সেপ্টেম্বর মাত্র ১৬ দিন পর থেকে কংগ্রেস খারাপ হয়ে গেল”।
“ভাইপো আর দিদি কংগ্রেসের নামে কুৎসা ছড়িয়ে কংগ্রেসকে পচা ডোবা সহ অন্যান্য ভাষায় আক্রমণ শুরু করেন। ভাইপো বাঁচাতে ময়দানে নেমে পড়লেন, রাজনাথ সিং, নিতিন গড়গড়ি, মোহন ভাগবতের মতো নেতারা। আপনার দয়ায় কংগ্রেস হয়নি”। ফের পুরনো ইতিহাস তুলে এনে অধীর বাবু এদিন বলেন, ‘২০১১ সালে কংগ্রেসের দয়ায় আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন’। তার এই মন্তব্যের অবশ্য পালটা প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের পক্ষ থেকে।