নিজস্ব সংবাদদাতা: ‘বিজেপি করোনা থেকেও বিষাক্ত ভাইরাস, এরা সব সময় সিবিআইকে দিয়ে ভয় দেখাতে চাই, মানুষের আবেগ নিয়ে বেইমানি করেছে বিজেপি, তাই বিজেপিকে একটা ভোট নয়’। এদিন নদীয়ার শান্তিপুরে উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর জনসভায় উপস্থিত হয়ে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে হাতেগোনা কয়েকটি দিন সব রাজনৈতিক দলগুলোই তাদের সর্ববৃহৎ শক্তি নিয়ে প্রচার এর ময়দানে নেমেছেন। এদিন তৃণমূল কংগ্রেসের হয়ে একটি প্রকাশ্য সমাবেশে যোগদান করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই তিনি বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, “সিবিআই এর ভয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি চুপ করে বসে আছে। কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিও তারা আটকাতে পারছিনা। মানুষের আবেগের সঙ্গে বেইমানি করবনা। সবাইকে বলব এটা শুধু শান্তিপূর্ণ নির্বাচন নয় গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা আওয়াজ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যেই শান্তিপুরে অনেক উন্নয়ন করেছি। দিপুর হাসপাতালকে ইতিমধ্যেই এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই সঙ্গে শান্তিপুরের স্টেডিয়ামে 8 কোটি টাকার কাজ চলছে। দিনের মধ্যেই স্টেডিয়াম উদ্বোধন হবে। শান্তিপুরের বিধানসভা নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন অর্থাৎ বর্তমান সাংসদ জগন্নাথ সরকার তিনি কোন দিন তিন বছর অতিক্রান্ত হলেও শান্তিপুরের নাম উচ্চারণ করেননি। সকলেই উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন”। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা শান্তিপুর থেকে ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করব”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.