নিজস্ব সংবাদদাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই দুর্গোৎসবের মাঝে বাংলাদেশের নোয়াখালীতে, হিন্দুদের উপর নির্মম অত্যাচার সহ একাধিক দুর্গা মন্ডপ ভেঙে ফেলার ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে সারা দেশজুড়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন হিন্দু সংগঠন গুলি। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে নন্দীগ্রামের হরিপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে মহা পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাতে অংশ গ্রহণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
এদিন প্রতিবাদ পদযাত্রার পর টেঙ্গুয়াতে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, “আমি বিজেপি করি কিন্তু এর আগে আমার পরিচয় আমি হিন্দু আমি ভারতীয়, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী দিনে আমরা এরই প্রতিবাদে সোচ্চার হব”।
এই দিন এই প্রতিবাদ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ পা মিলিয়েছেন।