নিজস্ব সংবাদদাতা: ‘প্রধানমন্ত্রী তো মানুষ। তাই অভিমান হতে পারে। যে ভাষায় তাকে করোনা কালে আক্রমন করা হয়েছে , তাই অবাক হবার মত ঘটনা। সারা বিশ্ব দেখছে ভারতের এই কাজ। কি ভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন প্রধানমন্ত্রী’। ১০০ কোটির মাইলস্টোনের ফলক ছোঁয়ার পর বিরোধীদের উদ্দেশ্যে এমনই তীর্যকপূর্ণ মনোভাব দেখা গেল রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের গলায়।
একই সাথে কাটোয়ার ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। বলেন, “এটা কাম্যনয়। দিলীপ ঘোষের সামনে ঘটেছে। তাই তিনি যা বলেছেন সেটাই পার্টির মত”।
একই সাথে পেট্রোল‌ ডিজেলের দাম নিয়েও এদিন সুর চড়ান শমীক বাবু। তাঁর কথায়, “কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সবাই জানে। আমরা সরকারের কাছে দাবি করেছি, দাম কমানোর জন্য। হয়তো দাম কমবে। তবে এই অবস্থায় সব রাজ্যের সরকার কে একমত হতে হবে। ভাবতে হবে জিএসটির বিষয়টা”।