নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বিকালে আসানসোলের বিজেপির দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠকে যোগ দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।বাবুলের ইস্তফা ও ভোটে দাঁড়ানো প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, “লড়ে দেখুন, তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। নিজে জিতেছেন না মোদিজি জিতিয়েছে দুটো সুন্দর আলাদা হয়ে যাবে”।
মঙ্গলবার সকালে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিক বৈঠক করে আসানসোলের নিকাশি ব্যবস্থা নিয়ে মাস্টার প্লানের দাবি জানান। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “জিতেন্দ্র তিওয়ারি যে দাবি করেছেন বিরোধী নেতা হিসেবে আমি তাকে সমর্থন করছি”।
উল্লেখ্য, এদিন আসানসোল বিএনআর মোড় থেকে মশাল মিছিল করে বিজেপি!বাংলাদেশের ঘটনার প্রতিবাদের এই মশাল মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, জিতেন্দ্র তিওয়ারি, অজয় পোদ্দার, লক্ষণ ঠাকুর সহ বিজেপির কর্মী সমর্থকেরা।