নিজস্ব সংবাদদাতা: “কিউআরটি বাড়াতে চেয়েছি। আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে ভবানীপুরে দেখেছি। কোভিডে আমাদের প্রার্থী গেলে বিপর্যয় মোকাবিলা আইনে কেস করা হচ্ছে। কিন্তু তৃণমূল হাজার লোকের মিছিল করছে। আমাদের দাবি, বুথের বাইরে পোলিং এজেন্ট থাকুক”। বাকি চারটি কেন্দ্রের উপনির্বাচন নিয়ে এবার এমনই মন্তব্য করতে দেখা গেল সাংসদ অর্জুন সিংকে।
একই সাথে বাংলাদেশ ইস্যু নিয়ে এদিন সরব হন অর্জুন সিং। তিনি বলেন, “আমরা হিন্দু। বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বললে সস্তা রাজনীতি! শুভেন্দু অধিকারী যা বলেছেন ঠিক বলেছেন। তাও তো তৃণমূল কিছু বলল। এর আগে কিছুই বলতে পারেনি”।
‘শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী পদ ছাড়ুক’ কিছুদিন আগে এমনই মন্তব্য করতে দেখা গিয়েছিল বাবুল সুপ্রিয়কে। এদিন তার পালটা জবাব দেন অর্জুন সিং। তাঁর কথায়, “শিশিরবাবু, দিব্যেন্দবাবুকে প্রশ্ন করুন। তবে বাবুল জন্মলগ্ন থেকে মন্ত্রী। সে সরতেই প্রধানমন্ত্রীও খারাপ। বাবুল সৈনিক না দিদির থার্ড বেঞ্চ, আমরা সবাই জানি”।