নিজস্ব সংবাদদাতা: জমে উঠেছে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি তৃণমূলের রাজনৈতিক লড়াই।শুক্রবার সান্ধ্যকালীন প্রচার করে মিটিং এর মাধ্যমে সেই প্রচারও এক প্রকার উপভোগ্য হয়ে ওঠে ভবানীপুর বাসীর কাছে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভাষণের বেশ কিছুটা অংশ ব্যয় করেন প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়েরকে আক্রমণ করে।
গুজরাটি ভাষায় বক্তব্য রাখার পাশাপাশি তিনি বাংলা ও হিন্দিতে ভোটারদের অভয়ের সুরে বলেন, “আপনারা ভয় পাবেন না নিচে নামুন, ভোট দিন। কেউ যদি জলের লাইন কাটতে আসে ঘাবড়াবেন না। একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কোর্টের কাছে নাস্তানাবুদ করেছি প্রয়োজনে আবারও করব”।
প্রশ্ন তুলে বলেন, “মুসলিমদের আপনি দুধের গাই বলেন তাহলে সেই ধর্মের মানুষদের কাউকে মুখ্যমন্ত্রী করছেন না কেন? শুধু গাইয়ের দুধ খাবেন আর কিছু করবেন না তা হবে না। আপনার দলের ২১১-র ভিতরে কোন লোক নেই মুখ্যমন্ত্রী হওয়ার নাকি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনি হবেন এরপরে ভাইপো হবে”।
সরাসরি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, “এবারে আপনার ত্যাগ করার সুযোগ এসেছে, তাই ত্যাগ করুন”।