নিজস্ব সংবাদদাতা: নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে এদিন অন্য মেজাজেই দেখা গেল দিলীপ ঘোষকে।
এদিন তার প্রতিক্রিয়া নেওয়ার জন্যে ভিড় জমিয়েছিলেন সাংবাদিকরা।
রাজ্য সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “এখানে এমপি আছি। সাধারণ কর্মী হিসেবে থাকব। যারা আমাদের ভাইস প্রেসিডন্ট করেছেন তারাও ঠিক করবেন দেশের কোথায় কী কাজে লাগাবেন। এত দিন সভাপতির দায়িত্ব ছিল, রাজ্যজুড় ঘুরে কাজ করেছি”।
তার এই মন্তব্যের পরই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, ‘আজকের মর্নিং ওয়াক কি অন্য রকম ছিল’।
তার পালটা জবাব, “আমার এটা নিজস্ব জীবন। দল দলের মতো দায়িত্ব দেয় সেই মতও কাজ করি। আজ বৃষ্টি তাই একটু দেরি হয়েছে। কিন্তু এটা তো ব্যক্তিগত জীবনের মধ্যে পড়ে”।
প্রসঙ্গত ভোটের ফল খারাপের জন্য স্ট্যাটেজিগত ভুল ছিল এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তার পালটা প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তার কথায়,
“সেটা আমরা সকলে অনুভব করছি। দফাওয়ারি কোনও কোনও না ভুল ছিল। আলোচনা হচ্ছে। প্রথমবার আমরা লড়েছিলাম বাংলা জয়ের জন্য। সম্পূর্ণ সফল হয়নি। পরবর্তী লড়াইয়ের আগে স্ট্যাটেজি বদলানো হবে”।
এদিন সৌগত রায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “চামচাগিরি করে রাজনীতি করি না। উনি নিজে কি করছেন দেখুক”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.