নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারী আত্মরক্ষার জন্য দিল্লির দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গণেশ পুজো উদ্বোধন করতে এসে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। পাশাপাশি একই নিশানায় বিজেপি কে কটাক্ষ করতে ছাড়লেন না কুনাল ঘোষ। তিনি বলেন, “তার দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় তাকে জানা হয়েছে তিনি তার ব্যাপারে বলে দেবেন এটাই ব্যাপার, উনি সব বিষয়ে পালিয়ে বেড়ান, উনি একজন পলাতক রাজনীতিবিদ, উনি যখন তৃণমূলে থাকা কালীন সমস্ত পদ দায়িত্ব পালন করেন তারপর সিবিআই ও ED র ভয়ে বিজেপির জুতো পালিশ করতে যান, প্রথম পলায়ন, এখন আবার প্রশ্ন এড়াতে পলায়ন করছেন তিনি”, এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। “এখন আবার দিল্লিতে যে কান্নাকাটি চলছে স্পিকার যেন না অনুমতি দেয় আমাকে জানো না গ্রেপ্তার করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বার বার বলেছে যারা ক্যামেরার সামনে টাকা নিয়েছে, এফআইআর-এ যাদের নাম রয়েছে তাদের কেন ধরা হচ্ছে না, ED তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিল, কেন শুভেন্দু অধিকারীর নাম নেই, শুভেন্দু অধিকারী একজন মেরূদণ্ডহীন পলাতক রাজনীতিবিদ” এমনটাই মন্তব্য করলেন কুনাল ঘোষ, পাশাপাশি স্বার্থপর পরিবার বলেও কটাক্ষ করলেন তিনি।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                         
			










