নিজস্ব সংবাদদাতা: উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তৃণমূল ঘোষণা করেছে তাদের তিন কেন্দ্রের প্রার্থীর নাম। ভবানীপুরে প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এদিন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “প্রার্থী বাছাই চলছে৷ একাধিক নাম আছে৷ দিল্লির অনুমোদন এলে প্রকাশ করব”।
একই সাথে বলেন, “ভবানীপুর নিয়ে আদালতে যাওয়া হবে কীনা সিদ্ধান্ত হয় নি। আইনজীবী বললে যাব। তবে নির্বাচন লড়ছি৷ কমিশন নিরপেক্ষ নয়”।
আদালতে শুভেন্দু অধিকারী ৫টি মামলায় ইতিমধ্যেই স্বস্তি পেয়েছেন। সেই নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, “হারজিত কিছু নয়। শুভেন্দুকে একটা রক্ষাকবচ দিয়েছে। আদালত আইন মেনে রায় দিচ্ছে”।
‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়েও এদিন সুর তোলেন দিলীপ বাবু। “১১ হাজার কোটি আসবে কোথা থেকে! ভিক্ষা করে সংসার চলে। ভোট আসতেই এগুলো জোর দিচ্ছে। এর আগেও ভোট মিটতেই অনেক প্রকল্প টাকা নেই শুনেছি”।
‘অমিত শাহের ছেলের সম্পত্তি ১৬ হাজার গুন বেড়েছে’ এমনই মন্তব্য করতে দেখা গেছে মুকুল রায়কে। এদিন তার পালটা জবাব দিলেন, “আরে সেতো কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। কিন্তু এখানকার যুবরাজদের নিয়েও কথা হোক। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন পরীক্ষার ফরম ফিলাপ করতে সোনার গয়না বেচতে হত। আর এখন মুখার্জি পাড়াটা ব্যানার্জি পাড়া হয়ে গেছে। টাকা আসে কোথা থেকে.. গাছ আছে?”
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.