নিজস্ব সংবাদদাতা: শনিবার কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দলবদল এখন ফ্যাশন হয়ে গেছে। তিন-চারজন এখনও আছেন বা ছিলেন যারা কখনো দলের সঙ্গে আসেনি, অন্য সংগঠনের অন্যদলের তাদের নিয়ে আমরা ক্যান্ডিডেট করেছিলাম। আমাদের দলেও প্রথম থেকেই এদের নিয়ে বিরোধ ছিল, কিন্তু তাও আমরা তাদের জায়গা দিয়েছি তারা জিতে এসেছেন। এখন তাদের হয়তো কোন অসুবিধা আছে, বিভিন্ন রকম ব্যক্তিগত সুবিধা ব্যবসা-বাণিজ্য, কাউকে চাপ দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। যারা হজম করতে পারছে না তারা চলে যাচ্ছে। যারা দলবদল করছে তারা সকলেই তৃণমূল থেকে এসেছিল তাদের ব্যবসা-বাণিজ্য ও লাভের কারণে তারা চলে যাচ্ছে। মুকুলবাবু যদি চলে যেতে পারেন তাহলে যে কেউ চলে যেতেই পারে। দল বদল এখন ফ্যাশন হয়ে গেছে। কিন্তু প্রথম থেকেই ৪,৫,৬ জনের এরকম সমস্যা ছিল। কিন্তু যারা ওদের জিতিয়েছিলেন তারা এখনো আমাদের সঙ্গেই আছেন।এনারা তো গরু ছাগল নয় যে আটকে রাখব? রাজনীতিতে যেদিকে পাল্লা ভারী থাকে সেদিকে লোক চলে যায়”।
এছাড়াও শুভেন্দু অধিকারীকে সিআইডি ডাকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমাদের দলে এলে তার বিরুদ্ধে কেস হবে, সিআইডি ডাকবে। যতদিন মুকুলবাবু আমাদের দলে ছিলেন তার বিরুদ্ধে অনেক কেস হয়েছে, যখন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিলেন তারপরে আর হয়নি”।

5 COMMENTS

Comments are closed.