নিজস্ব সংবাদদাতা: শনিবার ভবানীপুর বিধানসভা সহ পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচর্য্য জানান, “বিজেপি চায় প্রত্যেক নির্বাচন সঠিক সময় হোক। মানুষ তার পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নিন। সে মিউনসিপ্যালিটির নির্বাচন হোক, কর্পোরেশন নির্বাচন হোক, বিধানসভার উপনির্বাচন হোক বা লোকসভার উপনির্বাচন হোক। বিজেপি সঠিক সময় নির্বাচনের পক্ষে। বিজেপি অবাধ এবং শান্তিপূর্ন নির্বাচনের পক্ষে। বিজেপি প্রত্যেক মানুষের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার পক্ষে। তবে আজকে শুধু একটিমাত্র কেন্দ্রের উপনির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন কার্যত নিজেদেরকে একটা তামাশার বস্তু হিসাবে পরিণত করেছে। নির্বাচন কমিশন লাফিং স্টকে পরিণত হয়েছে। এটা কি সিদ্ধান্ত? যদি প্রতিটা কেন্দ্রে নির্বাচন হত যেগুলো বাকি আছে, যদি শান্তিপুরে উপনির্বাচন হত, দিনহাটার নির্বাচন হত, গোসাবায় নির্বাচন হত, তো সেখানে একটা প্রশ্ন থাকতো। শুধু বেছে বেছে ভবানীপুরে উপনির্বাচন এই ঘোষণা করে নির্বাচন কমিশন নিজেদের মর্যাদা নিজেদের প্রতিষ্ঠার সঙ্গেই সুবিচার করলো না”।
একই সঙ্গে তিনি বলেন, “কমিশনের নিরপেক্ষতা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে। ধারাবাহিক ভাবে বলে যাওয়া হচ্ছিল নির্বাচন কমিশন বিজেপির আজ্ঞাবহ, নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিস। কিন্তু আজকের এই সিদ্ধান্ত অসাংবিধানিক কি নয়? এই নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই আমরা সন্তুষ্ট নই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ন হয় সেটা দেখার কর্তব্য নির্বাচন কমিশনের। কোভিড পরিস্থিতি সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচন করা যেত তাহলে সমস্ত কেন্দ্রে নির্বাচন করা যেত। তাহলে কি ধরে নেওয়া হবে এই মুহূর্তে ভবানীপুরে কোনও সংক্রমণ নেই? সমস্ত সংক্রমণ কেন্দ্র করে আছে শান্তিপুরে? সমস্ত সংক্রমণ কেন্দ্র করে আছে দিনহাটায়? এই সিদ্ধান্ত একটা তামাশা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা সরাসরি অস্বীকার করছি না। আমরা এই নির্বাচনে অশগ্রহণ করবো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। যেকোনও পরিস্থিতিতে নির্বাচন ফেস করার ক্ষমতা বিজেপির আছে। কিন্তু আজকে যে ঘোষনা হয়েছে সুস্থ স্বাভাবিক মানুষ এই ঘোষণা মেনে নিতে পারছেন না আমাদের কর্মীরাও এই ঘোষণায় অসন্তুষ্ট। আমরা সঠিক সময় নির্বাচন চেয়েছিলাম আমরা চেয়েছিলাম অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু তার বদলে বেছে বেছে কয়েকটা কেন্দ্রে নির্বাচন স্বাভাবিক ভাবেই আমরা এই ঘোষণার নিন্দা করছি”।
Thanks for sharing
Wow Very Nice blog post!
Your site has given the best information from your articles
Thank you For sharing This Post and impressive site.
I was glad to read such an informative and useful post.
Thank you very much for giving such crucial information keep sharing
The content material is very systematically introduced