নিজস্ব সংবাদদাতা: অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা, গোব্যাক শ্লোগান দেখানোর অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূল কর্মী সমর্থকদের দিকে।
গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার রানীনগর ২ নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শাহআলমের গাড়ির উপর বোমা মারা হয়। ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালকের। তার পর থেকেই ওই এলাকার কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ শুরু হয় বলে অভিযোগ। গতকাল রাত্রে ওই এলাকায় কয়েকটি বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়। ঘটনার কথা রাত্রেই জানতে পারেন বিরোধী দলনেতা অধীর চৌধুরী।
ঘটনার খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টা নাগাদ অধীর চৌধুরী রানীনগর থানার গোধনপাড়ার বাঁশবাড়ি এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়ি গেলে রাস্তায় অধীর চৌধুরীর গাড়ি আটকে লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা। পাশাপাশি অধীর চৌধুরীর উপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ।
অবশ্য তারপরও আক্রান্ত কর্মীদের বাড়ি গিয়ে সব কিছু খতিয়ে দেখেন তিনি। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থল থেকে অধীর চৌধুরীকে উদ্ধার করে। ঘটনার তীব্র নিন্দাপ্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব।
nice
it was so good
it was so good to read and very useful
Thank you very much for giving such crucial information
Nice to be visiting your blog again,
Thanks, great share.