নিজস্ব সংবাদদাতা: ফের একবার মুখ্যমন্ত্রী ও তার সরকারের নানান প্রকল্পকে কটাক্ষ করলেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। এদিন আরও একবার আমাদের মুখোমুখি হন অরুণাভ বাবু। আর রাজ্য সরকারের নানান প্রকল্পের ভাবনাকে কার্যত ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করেন।
এদিন তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী সব বিষয়ে স্বেচ্ছাচারিতা করছেন। উনি নিজে গিয়ে কেন পিজিতে বসছেন। তার মানে উনি জানেন সেখানে মানুষ ঠিক মতো চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না, তাই সেটা দেখতেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিজেকেই গিয়ে বসতে হচ্ছে পিজিতে”।
এরপরই তির্যক ভাষায় অরুণাভ ঘোষ বলেন, “সবথেকে ভালো হত যদি উনি ‘দুয়ারে বউ’ প্রকল্পও নিয়ে আসতেন। তাহলে জুনিয়ার চিকিৎসকরা নার্স বউ পেয়ে যেত কিংবা নার্সরা ডাক্তার স্বামী পেয়ে যেত। ভালোই তো হত, কোনও অসুবিধা থাকত না”।
বিশিষ্ট আইনজীবী আরও বলেন, “তৃণমূলে আরও যারা রয়েছেন তারা মন্ত্রী আমলা কম, চাকর বেশি। চাকর-বাকরে ভর্তি হয়ে গেছে তৃণমূল দলটা। তাই দলের যা হচ্ছে তা সবই হচ্ছে নেত্রীর কথায়”।
এদিন কার্যত এই ভাবেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ।
Many articles are very useful for everyone.
Your Blog is too good and give unique information.
Very interesting
good job.
Thanks for sharing such a good post
Your work is appreciable.
A very nice content