নিজস্ব সংবাদদাতা: রবিবার আসানসোলের কল্যানপুরে দায়িত্ব নেওয়ার পরে প্রথম বৈঠক করেন তিনি।জেলার শ্রমিক সংগঠনের সভাপতি হয়েছেন অভিজিৎ ঘটক। তার নেতৃত্বে এদিনের বৈঠকে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক ও স্থানীয় নেতৃত্বে উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঋতব্রত বাবু বলেন, “জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে দুর্গাপুর এলাকায় স্টিল,বার্নপুর ইসকো, চিত্তরঞ্জন লোকোমোটিভ সহ বিভিন্ন আন্দোলনের রূপরেখা তৈরি করে আন্দোলন শুরু হবে”। এছাড়া ইসিএলের কোলিয়ারি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বলেন, “এরা হচ্ছে জলসা ঘরের পুরনো জমিদারের মত। পুরনো ঘটি বাটি যা আছে বিক্রি করে কোন রকমে চালাতে চাইছে”। ২০২৪ সালে এই সরকার কে সরিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গঠনের কথা বলেন তিনি।
Wow Very Nice blog post!
Your site has given the best information from your articles
you For sharing This Post and impressive site.
this post is very informative and interesting.
effective writing.
nice