নিজস্ব সংবাদদাতা: ‘ইডি নিয়ে বিজেপির কোনও বক্তব্য নেই। ইডি,সিবিআই তৎপর হলে প্রতিহিংসার তত্ত্ব সামনে আসবে। অভিষেক তাঁর রাজনৈতিক বক্তব্য রেখেছে, কারণ তাকে ডেকেছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি দপ্তরে হাজিরা নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
এদিন ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেন বিজেপির মুখপাত্র। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয় জানাবেন। মহামান্য আদালত নির্দেশ করছে সিবিআই তদন্তের আমাদের অভিযোগের ভিত্তিতে। আমরা চাই দোষীরা শাস্তি পাক, আমাদের কাছে যদি তথ্য চায় আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। জ্যোতি বসু চেষ্টা করেছিলেন একবার। আমরা এর আগে পাঁচবার করেছি। আমরা সংঘাত নয় সমন্বয় চাই”।
ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ্ত রায় বর্মন গতকালই কলকাতায় এসেছিলেন। এদিন তা নিয়ে শমীক বাবু বলেন, “ত্রিপুরায় বিজেপির মুখপাত্র আছে, তিনি ত্রিপুরার উত্তর দেবে। একে অতিমারী পরিস্থিতি তারপর আবার ত্রিপুরায় ভুমিকম্প হলে সেখানে মানুষের কি অবস্থা হবে ভাবছি। আগে ত্রিপুরা বিধানসভায় খাতা খুলে দেখাক”।
এরই সাথে তিনি আরও বলেন, “বিজেপি রাজনীতি প্রতিহিংসা পরায়ন নয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি ব্যক্তিগত আক্রমণ বিজেপি করে না। সারাদেশের যে ভ্যাক্সিন দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের নাম একেবারে নীচে আছে। তৃনমুল গনতন্ত্রে বিশ্বাস করে না, তাই সাংবিধানিক প্রধানকে বারবার আক্রমণ করেন সুপ্রিমো, আজকের বক্তব্যও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে”।

9 COMMENTS

Comments are closed.