নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে ত্রিপুরায় দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে বিপ্লব দেব সরকারের উপর চাপ বাড়িয়ে তুলেছে তৃণমূল। আইপ্যাকের সদস্যের আটকের ঘটনাকে সামনে রেখে একের পর এক দল গিয়েছে ত্রিপুরায়। কারণ পাখির চোখ ২০২৩ সালের ত্রিপুরার বিধানসভা ভোট। ইতিমধ্যেই ত্রিপুরা ইস্যুতে সুর চড়িয়েছেন তৃণমূলের হেভিওয়েটরা। ত্রিপুরা ভূমিতেও ‘খেলা হবে’ ঝড় তুলতে চাইছে ঘাস-ফুল শিবির।
এদিন ফের একবার বিজেপির উদ্দেশ্যে তির্যক ভাষায় আক্রমণ করলেন কুনাল ঘোষ। তিনি বলেন, “ত্রিপুরায় মানিক সরকার যা বলেছেন, তা সমর্থন করি। বিজেপি এখানে তালিবানি কায়দায় শাসন চালাচ্ছে, অত্যাচার করছে সেটা একেবারে সঠিক বলেছেন”।
সেইসঙ্গে প্রশ্নপত্র নিয়ে এদিন কুনাল ঘোষের পালটা বক্তব্য, “কেন্দ্রস্থলের আগে যেসব প্রশ্ন পত্র হয় সেগুলো কে আগে ঠিক করা উচিত। তারপর রাজ্যের কথা ভাববে। রাজ্য সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয় কিন্তু কেন্দ্র রাজনীতি নিয়ে প্রশ্নপত্রে থাকেন সেটা বাঞ্ছনীয় নয়!”
শুভেন্দু প্রসঙ্গে এদিন বলেন, “তিনি আগে তার বাবা কোন দলে আছে সেটা ঠিক করুক তারপর অন্য কথা বলা হবে!”