নিজস্ব সংবাদদাতা: ‘শুধু দাঁতন কেন চতুর্দিকে ঘটছে। তালিবানি শাসনে যা যা ঘটেছে বা যা ঘটছে, যেমন তালিবান বিরোধী লোকজনদের খুন করে ফেলা, গলা টিপে খুন করা, ঝুলিয়ে দেওয়া, পেশী ছিঁড়ে নেওয়া একই কায়দায় পশ্চিমবঙ্গে চলছে। লেডি তালিবান যদি দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গে চলে আসুন। টিকিট কাটার দরকার নেই, কাবুলে যাওয়ার দরকার নেই কালীঘাটেই দেখতে পাবেন’। রাখি পূর্ণিমার দিনও এই ভাবেই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সুর চড়ালেন সায়ন্তন বসু।
এদিন সকলকে রাখির শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি। তাঁর কথায়, “সকলে একসঙ্গে থাকুন। বাংলায় যে তালিবানি প্রথা চলছে সেই তালিবানি প্রথার সমাপ্ত হোক। কারন পশ্চিমবঙ্গে এই সরকার থাকা মানে উত্তেজনা হবে”।
অন্যদিকে, ত্রিপুরায় এক সপ্তাহ ধরে রাখি উৎসব করা হচ্ছে। এপ্রসঙ্গে তিনি বলেন, “সপ্তাহ কেন সারা জীবন ধরে রাখি পড়াক কোনো অসুবিধা নেই। পুরো ৩৬৫ দিন ধরে রাখি পড়াক। রোজ পড়াক,সকাল বিকাল পড়াক তাতে আমাদের কোন আপত্তি নেই। কেউ যদি রাখি ওখানে গিয়ে পড়াতে থাকুক ভালো তো। এখানকার তৃনমুল নেতাদের বলছি মাঝে মধ্যে আফগানিস্তান গিয়ে রাখি পড়ানোর পরিকল্পনা করুন ভালো থাকবেন”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.