নিজস্ব সংবাদদাতা: বাচ্চাদের ভ্যাকসিন আসতে আর বেশি দেরি নেই। শনিবার এমনটাই আশার বাণী শোনাল
জাইড্যাস ক্যাডিলা। অক্টোবরের মধ্যে আসছে ১ কোটি ভ্যাকসিন ডোজ। ওষুধ প্রস্তুতকারী সংস্থা আরও জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে টিকা ভারতে সরবরাহ করতে শুরু করে দেবে তারা। আগামী এক-দু সপ্তাহের মধ্যে প্রতি ডোজের দামও জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলার টিকা জাইকভ-ডি টিকাকে ছাড়পত্র দিল ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। স্বদেশি প্রযুক্তির সহায়তায় তৈরি এই টিকা তিন ডোজের। আগামী অক্টোবর মাসের মধ্যে জাইকভ-ডি টিকার ব্যবহার শুরু হতে পারে বলে সূত্রের খবর।
জরুরি ভিত্তিতে ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্রের পর যদি সাধারণ ব্যবহারেও অনুমোদন মেলে, তবে এটি হবে দেশের ষষ্ঠ টিকা। বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে, জাইডাস ক্যাডিলার তিন ডোজের টিকা জাইকভ ডি-কের প্রয়োগে চামড়ায় সূচ ফোটানোর প্রয়োজন হবে না।
জাইডাস গোষ্ঠীর এমডি শর্ভিল প্যাটেল
জানিয়েছেন, “আগামী মাসের মাঝামাঝি বা শেষ দিকে টিকা সরবরাহ শুরু করতে পারবে সংস্থা। অক্টোবরের মধ্যে ১ কোটি ডোজ তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে আগামী জানুয়ারি মাসের মধ্যে ৪-৫ কোটি ডোজ তৈরি হয়ে যাবে”।
I am genuinely thankful to the holder of this web page.
After visiting your post.All the details you provide us,it was very useful .
I really like it. It will be very helpful.
So happy to hear that!
Very informative and enlightening!
This has actually prompted me.
I read this article. I think You put a lot of effort to create this article.
I like your information.
Its helpful for everyone.
Enjoyed every bit of your blog article. Much obliged.
without a doubt very completely happy to say,your submit is very fascinating to read.
keep it up.