নিজস্ব সংবাদদাতা: সজল ঘোষকে আপাতকালীন মুক্তি দিল আদালত। ব্যক্তিগত কুড়ি হাজার টাকার বন্ডে মুক্তি পেলেন তিনি!
এদিন মুক্তি পাওয়ার পরই কোর্ট থেকে বেরিয়ে এসে সজল ঘোষ তিনি বলেন, নরক থেকে মুক্তি পেলেন তিনি। আশা করেননি যে এইভাবে তিনি মুক্তি পাবেন। তাকে ওইটা শেষ করে দেওয়ারই একটা ছক করা হয়েছিল বলে তিনি জানান এদিন। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা ও কর্মীদের। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান তাঁর এই দুর্দিনে পাশে থাকার জন্য! সেইসঙ্গে যে দাবাং পদ্ধতিতে পুলিশ অফিসার তার দরজা ভেঙেছে আগামী দিনে আইনি লড়াই করবেন তাদের সঙ্গে সেটাও জানান তিনি। তার কথায়, এখানেই লড়াই শেষ হয়ে যাচ্ছে না!
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী অর্জুন সিং সহ নেতাদের কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, এই ঋণ তিনি একদিন শোধ করবেন। তার মত একজন ক্ষুদ্র ছোট নেতাকে মেনে নেওয়ার জন্য!