নিজস্ব সংবাদদাতা: সল্টলেকে এজি ব্লকের মাঠে হয়ে গেল বিজেপির খেলা হবে কর্মসূচি। একদিকে বিজেপি নেতা সায়ন্তন বসু অন্যদিকে বিজেপি নেতা তথা প্রাক্তন ফুটবলার কল্যান চৌবে। ৪১ নম্বর ওয়ার্ডের হয়ে মাঠে নামেন বিজেপি নেতা সায়ন্তন বসু এবং ৩৯ নম্বর ওয়ার্ডের হয়ে মাঠে নামেন প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতা কল্যান চৌবে।
সায়ন্তন বসু জানান, “বাংলায় কবাডি ফুটবলের একটা ইতিহাস আছে। অলিম্পিকে আমরা অনেক কিছু পেয়েছি আমরা আমাদের জনপ্রিয় খেলা তুলে ধরতে চাই এবং কল্যানদার মত যাতে খেলোয়াড় অনেক তৈরি হয়। এছাড়া অনেক জায়গায় আমাদের কোন প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। কোথাও খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে।
বিজেপির নেতা কল্যাণ চৌবে জানান, “ফুটবল খেলায় একে অপরের বিরুদ্ধে খেলবে এটাই মজা। এই খেলার মধ্য দিয়ে সবাই এগিয়ে আসলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের অনেক ভালো হবে”।