নিজস্ব সংবাদদাতা: বন্যা কবলিত ঘাটাল এলাকা পরিদর্শনে এলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শনিবার দুপুরের পর তিনি হাজির হন। এরপর নৌকোয় করে বন্যা পার হয়ে আজবনগর গ্রাম এলাকায় হাজির হন। সেখানে ত্রাণশিবিরে থাকায় লোকজনকে ত্রাণ সামগ্রী বিলি করে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভা এখন বিজেপির দখলে। স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাটকে নিয়ে ওই এলাকা পরিদর্শন করে ত্রান বিলি করেন তিনি।
এদিন করোনা ভ্যাকসিন সরবরাহ ও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন কটাক্ষপূর্ণ জবাব দেন। প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ করেন রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে। তার দাবি পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে কিন্তু রাজ্য সরকার তার হিসেব দিতে পারছে না। রাজ্যকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে সেই টাকার হিসেব দিতে পারছে না।
দিলীপ ঘোষ এদিন কটাক্ষপূর্ণ মন্তব্য করে বলেন, “দিদি প্রধানমন্ত্রী হবে বলে যেই দিল্লি গেলেন এদিকে বন্যায় ডুবে গেল। তার থেকে না হওয়াই ভাল”।