নিজস্ব সংবাদদাতা: পেগাসাস নিয়ে শুধুমাত্র বিতর্ক করার চেষ্টা হচ্ছে। রবিবার বিজেপি কার্যালয় থেকে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজ্যে কত পরিমাণে টিকা এসেছে তার কোন তথ্য প্রমাণ নেই রাজ্য সরকারের কাছে। আর সেই তথ্য আড়াল করতেই পেগাসাস নিয়ে বিতর্ক তৈরি করছে শাসক দল। আসলে এই সবই হল তৃণমূলের চাল”।
একই সঙ্গে, এদিন চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে দিলীপ বাবু বলেন, “এখনও পর্যন্ত কোন চাকরির নিয়োগ করা হয় নি। বাংলার পরিস্থিতি এখন এমনই যে বেকারত্ব দূর করতে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে মানুষদের। ২৮ লক্ষ চাকরি হবে সেই প্রতিশ্রুতি কোথায় গেল। দিলীপ ঘোষ তথ্য প্রমাণ নিয়েই কথা বলে”।
আগামী ৯ আগষ্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ‘পশ্চিমবঙ্গ সপ্তাহ’ দিবস পালন করবে বিজেপি। ১৬ আগষ্ট তৃণমূল ‘খেলা হবে’ কর্মসূচি ঘোষণা করেছে। তবে এদিন দিলীপ ঘোষ দাবি করেন, “খেলা হবে না করে চাকরি হবে দিবস পালন করুন”। ‘খেলা নয় ভ্যাকসিন চাই। আইন-শৃঙ্খলা সঠিক চাই। বাংলায় হিংসা বন্ধ হোক, সেটা চাই। খেলা হোক এই সকল কিছুর’; এমনটায় দাবি করেন তিনি।