নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইয়ের কর্মসূচির পর ফের একবার নবান্ন থেকে পেগাসাস নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বললেন, “ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও ভয়ংকর এই পেগাসাস কেলেঙ্কারি”।
তাঁর কথায়, “পেগাসাস মোদিবাবুর নাভিশ্বাস। সকলের কন্ঠ বন্দি করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব করে কোনও লাভ নেই। একটা ফোন রয়েছে, কিন্তু সেটাও ট্যাপ করা। কারোর সঙ্গে কথা বলা যাচ্ছে না। জগত এভাবে চলতে পারে না। সুপার এমারজেন্সির থেকেও ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভয় দেখিয়ে কতদিন?”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেতা থেকে শুরু করে শিল্পপতি, সাংবাদিকদের ফোন হ্যাক করা হচ্ছে বিজেপি নিজের দলের নেতা-মন্ত্রীদেরও বিশ্বাস করেন না”। RSS এর নেতাদের ফোনও ট্যাপিং করা হচ্ছে বলেই নেত্রীর অভিযোগ।
ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন সাফ বলেন, “বিজেপি মিথ্যে অভিযোগ করছে। ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি। যা অশান্তি হয়েছে তা নির্বাচনের আগে। অন্যায় ভাবে রাজ্যকে দোষারোপ করা হচ্ছে”।