নিজস্ব সংবাদদাতা: শেষ পর্যন্ত সম্পূর্ণতা পেল স্লোগান! বিধানসভা নির্বাচনের আগেই জনপ্রিয় হয়েছিল তৃণমূল কংগ্রেসের স্লোগান ‘খেলা হবে’। অনেকেই বলেন স্লোগানটি বাড়তি মাইলেজ দিয়েছিল তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে। রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে গুরুত্ব জানিয়ে খেলা হবে দিবস ঘোষণা হবে আগেই বিধানসভায় জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার নির্দিষ্ট করে ১৬ আগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ বলে ঘোষণা করলেন তিনি।
তৃতীয়বার শপথ নেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খেলা হবে নামে রাজ্যে নতুন প্রকল্প আনা হবে। ওইদিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে। ঘরে ঘরে ফুটবল পৌঁছে দেওয়া হবে। খেলা হবে প্রকল্পের লক্ষ্যই হবে, ফুটবলকে বাংলার ঘরে-ঘরে পৌঁছে দেওয়া। ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এই প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের আশা, এর ফলে গ্রাম বাংলা থেকে উঠে আসবে বহু ফুটবলার।
প্রতিটি জেলায় যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছিল, সংশ্লিষ্ট এলাকায় যতগুলি ক্লাব রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে। জুন মাসের সেই সম্পর্কিত যাবতীয় তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল নবান্নকে। এবার সেই খেলা হবের দিনটিও ঘোষণা করে দেওয়া হল। আগামী ১৬ আগস্ট দিনটি কেমনভাবে পালিত হয়, এখন সেটায় দেখার।