নিজস্ব সংবাদদাতা: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা পার্লামেন্টে গিয়েছেন সাইকেলে করে। এদিন এই ঘটনা প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, “এখন সাইকেল নিয়ে যাচ্ছেন এরপর পায়ে হেটে যাবেন। তাতে শরীর মন ভালো থাকবে”।
এদিন বিরোধীদের রাজ্যে বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন শমীক বাবু। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেস কখনও সমালোচনা সহ্য করতে পারে না। বিরোধীদলের গণতন্ত্র আছে সেটা কখনোই বিশ্বাস করতে তারা চায় না। গুজরাটে বিরোধীদের কথা বলার অধিকার আছে। তবে বাংলায় বিরোধীরা মুখ খুলতে তারা পান না। তাদের কোন ভাবেই প্রতিবাদ করতে দেওয়া হয় না”।
এদিন ফের একবার এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “চাকরির নিয়োগের স্বচ্ছ কাজ এখনো পর্যন্ত করতে পারে নি রাজ‍্য সরকার। সেখানে চাকরি দাবিতে বিক্ষোভ করতে হচ্ছে। তারা কোন রাজনৈতিক দলের কর্মী নয়। চাকরি জন্য আজ বিক্ষোভ দেখিয়েছেন। তাদের উপর লাঠিচার্জ করা হল এটা কখনোই কাম্য নয়”।