নিজস্ব সংবাদদাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টকে স্বাগত জানালো রাজ্য বিজেপি। শুক্রবার কলকাতার হেস্টিংসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দলের প্রধান মুখপাত্র তথা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর ২৯ জন বিজেপি কর্মী হিংসার বলি হয়েছেন। কমিশনের রিপোর্টে এই সরকারের শাসন চলছে রাজ্য জুড়ে”। রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস হিসাবে কোন বিভাজন নেই বলে তিনি দাবি করেছেন। তাঁর মতে, আজ পর্যন্ত হিংসা অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে।
উল্টোদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, “জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সারাদেশের কাছে লজ্জা এবং রিপোর্টে প্রকাশ এ তথ্য হিমশৈলের চূড়া মাত্র”। শুক্রবার কলকাতার হেস্টিংসের দলীয় দপ্তরে যৌথ সাংবাদিক বৈঠক হয়। সেই বৈঠকে ভোট-পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “কমিশনের কাছে দায়ের করা ৬ হাজার হিংসার অভিযোগের মধ্যে দুই হাজার অভিযোগ খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। হিংসা প্রতিরোধে রাজ্য পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরেছে কমিশন বলে তিনি দাবি করেন।