নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে ভোট পেয়েও তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার হতে পারে নি।এদিন সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরো বলেছেন, “ভোটের পর দেখা গিয়েছে প্রতিটি পৌরসভায় কাউন্সিলরা তারা এখন কো-অর্ডিনেটর হয়ে পুরসভায় কাজ করছে। বিভাজন এবং নিকৃষ্টমানের রাজনীতি রাজ্য জুড়ে করছে তৃণমূল কংগ্রেস”।
তাঁর কথায়, “করোনা পরিস্থিতিতে রাজ্যে ভ্যাকসিন প্রক্রিয়ায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরায় নিজেদের সুবিধা নিয়েছেন। কখনোই বিরোধীদলকে কোনো সুযোগ দেওয়া হয়নি”। রাজ্য জুড়ে ভ্যাকসিন কাণ্ড নিয়ে প্রতিবাদ করেছে বিজেপি। তবে দেখা গিয়েছে প্রতিবাদ করার আগেই রাজ্যের পুলিশ বিজেপি কর্মীদের আটক করেছে। এটা গণতন্ত্র নয়। গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।