নিজস্ব সংবাদদাতা: ভাটপাড়া পুরসভার মধ্যেই মঙ্গলবার বিকেলে গুলি চলার ঘটনা ঘটে। পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হিমাংশু সরকারের ছায়াসঙ্গী সৌরভ অধিকারীকে বেদম প্রহার করে, তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাটপাড়া থানার নাকের ডগায় পুরসভা। অথচ পুলিশ অভিযুক্তকে পাকড়াও করতে ব্যর্থ।
মারধর ও গুলির ঘটনা নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, “টেন্ডার নিয়ে বিবাদের জেরে এই ঘটনা। কুখ্যাত অপরাধী পিকে ঘটনার মূল অভিযুক্ত”।
প্রসঙ্গত, ঘটনার দিন রাতেই বিদায়ী কাউন্সিলর হিমাংশু সরকার আক্রান্ত তৃণমূল কর্মী সৌরভ অধিকারীকে সঙ্গে নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। হিমাংশুর দাবি, এই বিষয়ে যা বলার দল বলবে। অপরদিকে পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, গুলি চলেছে কিনা, আগে তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু মারধরের ঘটনা ঘটেছে, সেটা সত্য। অপরাধীকে সনাক্ত করা গিয়েছে।
ভাটপাড়া তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, “দুষ্কৃতীদের কাজ। খুব শীঘ্রই গুলি কাণ্ডে অপরাধী ধরা পড়বে”।
শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ গুলি কাণ্ডে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।