নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবার লক্ষ্য ২০২৪। কিন্তু তার আগে দরকার দলবদ্ধ সংগঠন। অর্থাৎ বিজেপিকে সরানোর লক্ষ্যে একসাথে লড়তে হবে সকল দলকে। তৃণমূল, কংগ্রেস, সিপিএম- সকলকে একত্রিত হতে হবে লোকসভা নির্বাচনের আগে। তবে তৃণমূলের সাথে দলবদ্ধ হতে রাজি নয় লাল ব্রিগেড। এদিন সেই বিষয়টিই আরও একবার স্পষ্ট করে দিলেন সূর্যকান্ত মিশ্র।
“তৃনমূল সরকার যারা বিজেপিকে ডেকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে, তাদের সাথে জোট করার কোন সম্ভাবনা নেই”, এমনটায় বললেন বামফ্রন্টের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র।শিলিগুড়িতে বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক দলীয় বৈঠকে যোগদান করতে এসে তিনি বলেন, “পাঁচ বছর পরপর নির্বাচনের যে নিয়ম সে নিয়ম ভেঙ্গে দিয়েছে এই সরকার। দুবছর তিন বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখেছে শিলিগুড়ি পুরসভা আর শিলিগুড়ি মহকুমা পরিষদের। এই সরকারের কাছ থেকে আর কিই বা আশা করা যায়”।
একই সাথে কংগ্রেস ও তৃনমূলের জোট প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, “কে, কোথায় যাচ্ছে জানিনা তবে বামফ্রন্ট কোথাও যাচ্ছে না। মানুষের উপরের আক্রমণ রুখতে এককভাবে লড়াই করতে প্রস্তুুত বামফ্রন্ট”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.