নিজস্ব সংবাদদাতা: এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের এক কর্মী সভায় যোগ দিয়ে অর্জুন সিং বলেন, “এতোয় যখন পেট্রোল-ডিজেলের দাম নিয়ে চিন্তা তখন সরকার ৩৫ টাকা যে সেস নিচ্ছে সেটা ছেড়ে দিক না। কেন্দ্রীয় সরকার তো সবকিছুতেই ছাড় দিচ্ছে, ওনারা তার লাভ ওঠাচ্ছেন। এবার পেট্রোপণ্যের ওপর থেকে সেস তুলে নিক রাজ্য, তাহলেই তো সাধারণ মানুষদের সুবিধা হবে”।
এরই সাথে যোগ করে অর্জুন সিং বলেন, “কেন্দ্র চালে সাবসিডি দিচ্ছে। উনি তা দান করছেন। আবার রাজনীতি করতে পড়ুয়াদের ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ডের লোন দিচ্ছে। নিজের দলের লোকেরায় লোন নিয়ে লোন ফেরত দেয় না, সেদিকে কারোর হুঁশ নেই”।
একই সাথে এদিন করোনা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা।