নিজস্ব সংবাদদাতা: জল্পনার অবসান। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি।
তৃণমূলে যোগ দেওয়ার পর প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের ধন্যবাদ জানান। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করার অভিযোগও তোলেন প্রাক্তন কংগ্রেস নেতা। অভিজিৎ মুখোপাধ্যায় জানান, পদ্মশিবিরের সাম্প্রদায়িক শক্তিকে একাই রুখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মযজ্ঞে সামিল হতেই দলবদলের সিদ্ধান্ত। কংগ্রেস নেতৃত্বে তাঁকে সেভাবে কোনও কাজে লাগানো হয়নি বলে আক্ষেপও প্রকাশ করেন তিনি।
এর আগে গত ২১ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ। ওইদিন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন তিনি। এই সাক্ষাৎপর্ব নিয়ে সে সময় একটি মন্তব্য করতেও রাজি হননি অভিজিৎ মুখোপাধ্যায়। অভিষেকের তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সেদিনের জল্পনার উত্তর মিলে গেল এদিনই। অন্যদিকে, অভিজিৎ মুখোপাধ্যায়ের দলে আসতেই বিজেপিকে রুখতে আরও একটু শক্তিশালী হল তৃণমূল, এমনটায় মত বিশেষজ্ঞ মহলের।