নিজস্ব সংবাদদাতা: ভোটপরবর্তী হিংসায় নির্যাতনের শিকার হওয়া মহিলাদের সাথে কালনায় এসে দেখা করলেন রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পল। রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি অভিজাত আবাসনে নির্যাতিতাদের সাথে দেখা করে কথা বলেন তিনি।
কালনা বিধানসভা এলাকায় এমনই ১৭ জন নির্যাতিতার সাথে এদিন তিনি কথা বলেন। তারপরই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সমস্ত জায়গার পাশাপাশি কালনা মহকুমা এলাকাতেও বিজেপি কর্মীরা নিগৃহীত হয়েছেন। এখনও বহু কর্মী বাড়ি ফিরতে পারেননি। বহু মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদের সাথে দেখা করলাম”। পাশাপাশি তিনি আরও বলেন, “ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের জেরে যে দেবাঞ্জন গ্রেপ্তার হয়েছে সে একা নয়, পশ্চিমবঙ্গে খুঁজলে এরকম বহু দেবাঞ্জন পাওয়া যাবে”। এরই সাথে আসানসোলের ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, “গতকাল দেখলাম আসানসোলে আমার বিধানসভা এলাকাতেই তৃণমূলের এক নেত্রী এক্স ডেপুটি মেয়র, তিনি ডাক্তার, নার্স না হয়েও একজন মহিলাকে ভ্যাকসিনেশন করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেই সরকারের! তাকে গ্রেপ্তার করার কোনো রকম কোনো বালাই নেই! তৃণমূলের নেত্রী হলেই কি ভ্যাকসিন দেওয়া যায়? তাহলে মুখ্যমন্ত্রীকে বলব সমস্ত হসপিটাল গুলি বন্ধ করে দিন সেই জায়গায় তৃণমূলের কর্মীদের বসিয়ে দিন”। পাশাপাশি করোনা মহামারির সময় রাজ্যে দু’হাজার কোটি টাকার কিট কেলেঙ্কারি নিয়েও এদিন মুখ খোলেন তিনি।