প্রেসিডেন্সি জেল এর বাইরে ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিম মঙ্গলবার সকালে আসেন। তিনি বাবার সঙ্গে দেখা করতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। সিবিআই বিজেপির তোতাপাখি। বিজেপিতে যোগ দিলেই গ্রেপ্তার হবে না। না হলে জেলে থাকবে। আমার বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। বাবা বিজেপিতে যোগ না দেওয়ায় সিবিআই দিয়ে গ্রেফতার করানো হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ করেছেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তিনি আরো বলেন, যারা বিজেপিতে যায়নি তাদের গ্রেপ্তার করা হয়েছে। যারা গেছে তাদের গ্রেফতার করা হয়নি। এর আগেও তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ষড়যন্ত্র এটা। গণতান্ত্রিকভাবে বাংলায় ভোটে জিততে না পেরে সবচেয়ে জনপ্রিয় নেতাদের গ্রেপ্তার করছে। আর রাজ্যে অশান্তি সৃষ্টি করে রাষ্ট্রপতি শাসনের ফাঁদ তৈরি করছে। সোমবার রাতে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় ফিরহাদ হাকিম বলেন, আইনের মধ্যে দিয়ে মুক্তি পাব। বিজেপি সিবিআই ইডি সব কিনে নিতে পারে। কিন্তু দেশের আইন মুখ বন্ধ করে থাকবে না। আমি পপুলার তাই হাজার হাজার মানুষ আমার সমর্থনে এসেছে। আমার দোষ কোথায়। জামিনের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। কোভিড মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছিল। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।