সিবিআই এর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ফৌজদারি আইনের 166 166a 188, 34 ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা আইনের 51(বি) ধারায় সিবিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নারদ মামলায় রাজ্য সরকারের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় কে সিবিআই গ্রেপ্তার করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআই অফিসে যান। তখন রাজ্যের মন্ত্রী এবং মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লালবাজারে গিয়ে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ এফআইআর এ রূপান্তরিত করা হলো। সিবিআই কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তৃণমূলের অভিযোগ যেভাবে চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা বেআইনি। তাছাড়া রাজ্যে যখন লকডাউন চলছে তখন অনেক লোক একসঙ্গে জড়ো করে এসব করা হয়েছে। যেটা মহামারী পরিস্থিতিতে ঠিক নয়।