দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা এবার দ্য ইকোনোমিস্ট পত্রিকায়। ইকোনমিস্ট পত্রিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এর সেই চেশর ক্যাটের সঙ্গে তুলনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোখ মেললেই একসময় দেখা যেত। কোভিড মৃত্যু মিছিল দীর্ঘ হতেই তিনি যেন চেশর ক্যাটের মতো ক্রমশই উবে যাচ্ছেন। ইকোনমিস্ট পত্রিকার প্রতিবেদনে লেখা হয়েছে গত 7 বছর ধরে ভারতের মানুষ দেখেছে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিপাটি করে ছাটা দাড়ি ক্রমশ দীর্ঘ এবং সাদা হয়েছে। সেটা কোনভাবেই মিস করার উপায় ছিল না। কারণ সরকারি বিজ্ঞাপনে নিজের প্রচারে টেলিভিশনের পর্দায় সব জায়গায় ছিলেন। এমনকি ভ্যাকসিনেশনের সার্টিফিকেটেও। কিন্তু যেই না সংক্রমণ ও মৃত্যু মিছিল বাড়তে শুরু করেছে তাকে আর বেশি দেখা যাচ্ছে না। শুধু বলা হচ্ছে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। এমনকি ভ্যাকসিনের সার্টিফিকেটেও দেখা যাচ্ছে না। কারণ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি তখন এই পত্র-পত্রিকাগুলো তার মডেলের প্রশংসা করত। আর এখন উলটপুরান। সেই ঝড় সামলাতেও কেন্দ্রীয় সরকার এবং দল নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের কোভিড মোকাবিলার তীব্র সমালোচনা করেছিল আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেট। এবার মোদীর সমালোচনা করলো দ্য ইকোনোমিস্ট পত্রিকাও।