লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিল্লিতে গিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছিলেন। সেই সময় একাধিকবার শোভন এবং বৈশাখীকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে দেখা গিয়েছে। রাজ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলা দখল করার জন্যই সেই সময় বিজেপির পক্ষ থেকে চেষ্টা শুরু হয়েছিল। বিধানসভা নির্বাচনে বেহালা থেকে দলের টিকিট না পেয়ে দল ত্যাগ করেন শোভন-বৈশাখী। তারা কি ফের তৃণমূলে যোগদান করতে পারেন সেই বিষয় নিয়ে তখন জল্পনা শুরু হয়। এরপর নির্বাচন শেষ হতেই নারদ মামলায় চার্জশিট দিতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেকেই প্রশ্ন তুলেছেন বিজেপি ত্যাগের কারণেই কি এই গ্রেপ্তারি। বিজেপিতে যোগ দিয়ে সাধু আর দল ত্যাগ করার পরেই তাঁর দুয়ারে সিবিআই কড়া নাড়লো। বাহ শোভন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর। তার কথায় বিজেপিতে যোগ দিয়ে সাধু হয়েছিলেন। এবার দল ছাড়তেই সিবিআই পাঠানো হলো।