সিবিআই এর পক্ষ থেকে কয়লা পাচার কাণ্ডে এই মাসেই চার্জশীট দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রের খবর অনুপ মাঝি ওরফে লালা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র সহ আরো বেশ অনেকের নাম থাকতে পারে প্রথম চার্জশিটে। এই ধরনের বড় কেলেঙ্কারির তদন্তে একটি চার্জশিট শেষ কথা নয়। প্রাথমিকভাবে চার্জশিট পেশ করার পর যে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে লালা বিনয়দের নাম থাকার সম্ভাবনা প্রথম চার্জশিটে। সিবিআইয়ের দায়ের করা কয়লা কাণ্ডে প্রথম এফআইআর-এ বলা হয়েছিল লালাই বেআইনি পাচার চক্রের মূল পান্ডা। সরকারি কিছু আমলা এবং প্রভাবশালীরা মদত করত। তারপর রাজ্যজুড়ে বেশ কিছু ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রভাবশালীর নিকট লোকজনকে সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে বিনয় মিশ্র ফেরার। সিবিআই তার নামে রেড কর্নার নোটিশ জারি করেছে। তদন্তকারী সংস্থা আদালতে বলেছেন পুলিশ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার আধিকারিক অসাধু ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের যোগসাজশ না থাকলে এত বড় পাচার চক্র চালানো সম্ভব নয়। কয়লা কাণ্ডে মে জুন মাসে সিবিআই চার্জশিট পেশ করতে পারে বলে শোনা যাচ্ছিল।