সিবিআই সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আগাম প্রস্তুতি নেওয়ার জন্যই এই ভাবনা সিবিআইয়ের। নারদা মামলায় সিবিআই চার নেতা মন্ত্রী কে গ্রেফতার করে। পরে আদালত থেকে তারা জামিন পান। সিবিআই জামিনের বিরোধিতা করে হাইকোর্টে গেলে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে। বুধবার ওই মামলার শুনানি রয়েছে। সিবিআই সেখানে অভিযুক্তদের জামিন হওয়ার আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টে আগাম ক্যাভিয়েট দাখিল করতে চলেছে। বুধবার কলকাতা হাইকোর্টের রায় যদি সিবিআই এর পক্ষে যায় তাহলে তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে মনে করছে সিবিআই। তাই মঙ্গলবার আগাম ক্যাভিয়েট দাখিল করতে চায় সিবিআই। ক্যাভিয়েট দাখিল করলে সুপ্রিমকোর্ট রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এক তরফা শুনানী করবেনা। বিরুদ্ধ পক্ষের মতামত গ্রহণ করবে। তৃণমূল রাজ্য সরকারের পক্ষ থেকে যদি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করা হয় তাহলে সিবিআই এর মতামত শুনবে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ের উপরেই নির্ভর করবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কারা হবে।