সকালবেলায় গ্রেপ্তারের পর সন্ধ্যাবেলায় জামিন। নারদা কাণ্ডে সিবিআই সুব্রত মুখোপাধ্যায় ফিরহাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র কে গ্রেপ্তার করে। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেস এ যান। সিবিআই এর পক্ষ থেকে আদালতে ধৃতদের হেফাজতের আর্জি জানানো হয়। ধৃতদের পক্ষে আদালতে সওয়াল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই ভাবে গ্রেপ্তারের প্রসঙ্গে প্রতিবাদ জানান। রাজ্যের মন্ত্রীদের গ্রেপ্তারের আগে বিধানসভার স্পিকারের অনুমতি নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এরপর ভার্চুয়ালি এই সওয়াল জবাব চলার পরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি চারজনকেই জামিন দেন। সিবিআই-এর এই গ্রেফতারের বিষয়ে সিপিএম কংগ্রেস সহ অন্যান্যরা তৃণমূলের পক্ষে মত পোষণ করেন। তৃণমূলের পক্ষ থেকে এটাকে নৈতিক জয় বলা হয়েছে। সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে জানা গিয়েছে।