বাংলার এবং বাংলার জনগণের বৃহত্তর স্বার্থে আমি সকলের কাছে আইন মেনে চলার এবং লকডাউন সংক্রান্ত বিধি নিষেধ না ভাঙার জন্য আবেদন জানাচ্ছি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের চূড়ান্ত আস্থা রয়েছে এবং আইনি পথেই আমাদের লড়াই চলবে। টুইটারে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদা মামলায় তৃণমূলের তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে সিবিআই। সেই প্রসঙ্গে তৃণমূল কর্মীদের কাছে আইন মেনে চলার জন্য আবেদন জানালেন অভিষেক। দেশের বিচার ব্যবস্থার প্রতি তিনি আস্থা প্রকাশ করে আইনি পথে লড়াই চালানোর জন্য বার্তা দিয়েছেন। 2016 সালের নারদা কেলেঙ্কারির তদন্তে এদিন সকালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় কে সিবিআই গ্রেপ্তার করে। তারপরে সিবিআই দপ্তর নিজাম প্যালেস এর চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেস এর দপ্তরে পৌঁছে যান। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে সমস্ত কর্মীদের করোনা বিধি মেনে চলা এবং উত্তেজনা প্রশমন করে আইনি পথে লড়াই চালানোর বার্তা দিয়েছেন।