প্রতিহিংসার রাজনীতি করছেন রাজ্যপাল। বিজেপির পতাকা নিয়ে বেরিয়ে পড়েছেন। রাজ্যপাল মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন না কেন। বিজেপির কথা শুনছেন। রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ করেননি। 2016 সালের মামলা। গ্রেপ্তার করতে হলো কেন। এই রাজ্যপাল রক্তচোষা পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। আক্রমণ করে বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূল কর্মীরা নিজাম প্যালেস চত্বরে বিক্ষোভ দেখানোর পরে রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাজভবনের উত্তর দক্ষিণ এবং পূর্ব গেটের সামনে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। রাজভবনের গেট বেয়ে উঠে দলীয় পতাকা লাগানোর চেষ্টা করেন তারা। পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের মধ্যে থেকে বলেন, যতক্ষণ না অভিযুক্তদের ছাড়া হবে ততক্ষণ বিক্ষোভ দেখাবো। তাতে যত রাত হয় হোক। রাজ্যপাল যত নষ্টের গোড়া। নিজাম প্যালেস এর বিক্ষোভের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টুইট করেন রাজ্যপাল। রাজ্যপালকে রক্তচোষা পাগলা কুকুর বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।