বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে বিজেপি। যদি চার্জশিট দেওয়া হয় তাহলে বাড়ি থেকে তুলে এনে চার্জশিট দেয়ার জায়গা নেই। তার পরিবর্তে একটা কলঙ্কজনক জিনিস হচ্ছে। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী কোথায়। এই নারদা মামলায় মুকুল বলছে মির্জা কে আমার হয়ে টাকা দাও।মির্জা বলছে মুকুলের হয়ে টাকা তুলি। মুকুল রায় কোথায়। শুভেন্দু মুকুলের নাম রয়েছে এফআইআর-এ। তারা কোথায়। শঙ্কুদেব পণ্ডা বলছে আমাকে শেয়ার দিলে দালালির কাজ করব। তাকে কেন অ্যারেস্ট করা হয়নি। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক কোভিড পরিস্থিতিতে সিস্টেমটাকে গোছানোর কাজ চলছে। বিজেপি সেটা ভেঙে দিতে চাইছে। এই কথা বললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন সকালে নাটকীয় ভাবে ফিরহাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায় কে আটক করে সিবিআই নিজাম প্যালেস নিয়ে যায়। সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার নেই। ওরা নারদা কাণ্ডে টাকা নিয়েছিলেন। আমরা মামলা করেছিলাম। বেশ কয়েকজন এমপি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করে তদন্ত সম্পন্ন করা উচিত। লোকসভার স্পিকার তাদের গ্রেপ্তার করার অনুমতি দেননি। নারদা মামলায় ফিরহাদ হাকিম মদন মিত্র সুব্রত মুখোপাধ্যায় কে তুলে আনা হলেও এই মামলায় জড়িত শুভেন্দু অধিকারী মুকুল রায় রা কোথায়। এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.