ভোটে জেতার পরে দায়িত্ব আরো অনেকখানি বেড়ে গিয়েছে। একেই চিকিৎসক তার উপরে এবারের নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। তাই মানুষের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তারা। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং রায়দিঘির বিধায়ক অলক জলদাতা। তিনজনেই শাসকদল তৃণমূল কংগ্রেসের চিকিৎসক বিধায়ক। বসিরহাট দক্ষিণের সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বিধায়ক হওয়ার পরেই এই পরিস্থিতিতে মানুষকে অনলাইনে প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছেন। যেকোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। 15 শয্যার আইসিইউ 50 শয্যার হাসপাতাল এবং 200 শয্যার সেফ হোম তৈরি করেছেন। তিনি এলাকার বাজার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় স‍্যানিটাইজ করার নির্দেশ দিয়েছেন। মানুষের যখন যেটা দরকার তিনি চিকিৎসক হিসেবে তার পাশে দাঁড়াচ্ছেন। ঠিক একইভাবে বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে মানুষের কাজ করে চলেছেন। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা তার গ্রামীণ এলাকার প্রত্যন্ত জায়গায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। তৃণমূলের এই তিন চিকিৎসক বিধায়ক ভোটে জেতার পর থেকেই সদাসর্বদা মানুষের পাশে রয়েছেন।