সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছে। নবান্ন দখলের ডাক দিয়েছিল বিজেপি। নবান্ন দখল করা তো দূরের কথা 100 আসনেও জয়লাভ করতে পারেনি তারা। 77 টি আসন বিজেপির দখলে আসার পরে নিশীথ অধিকারী এবং জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা 75 তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বহু নেতাই পরাজিত হয়েছেন। নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের সকলেই যেভাবে নবান্ন দখলের ডাক দিয়েছিলেন এই শোচনীয় পরাজয়ের পর এই মুহূর্তে বিজেপির হেস্টিংসের অফিসে কার্যত আর কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিজেপির হেস্টিংস এর কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সহ কয়েকজন উপস্থিত ছিলেন। দলের সহ-সভাপতি রাজ্য সম্পাদকসহ বিভিন্ন পদাধিকারীদের ডাকা হলেও তাদের অধিকাংশই দলীয় অফিসে আসেননি। রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্ত লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে বহু পরাজিত প্রার্থী এবং দলীয় পদাধিকারীরা দলের অফিসে বৈঠকে যোগ দেননি। ভারতী ঘোষ সহ একাধিক নেতা নেত্রীরা নিয়মিত যোগাযোগ রাখছেন না বলেই জানা গিয়েছে। ফলে বিজেপির হেস্টিংসের অফিস কার্যত প্রায় ফাঁকা। সেখানে এই মুহূর্তে কোনো নেতাকর্মীদের আর দেখা পাওয়া যাচ্ছে না।