আ গলে লাগ যা হিন্দি ছবির দৃশ্যে দীর্ঘদিন বাদে মা-ছেলের মিলিত হওয়ার গান দিয়ে করোনায় মৃত্যু হওয়া মাকে বিদায় জানালেন ছেলে। এই দৃশ্যের সাক্ষী রাখলেন ভিডিও কলিং এর মাধ্যমে তার মাকে মৃত ঘোষণা করেছেন যে চিকিৎসক তাকে। রাজধানী দিল্লিতে এই মর্মবিদারী ঘটনাটি ঘটেছে। তেরা মুজসে হ্যায় পহেলা কা নাতা কোই দেখ আভি খোনা নেহি। কোভিড রোগীদের চিকিৎসায় ব্যস্ত বাঙালি চিকিৎসক দীপশিখা ঘোষ প্রায় প্রতিদিন কোভিড রোগীর মৃত্যু দেখছেন। তবে এর আগে এই রকম মর্মবিদারী ঘটনার সাক্ষী তাকে হতে হয়নি। ডক্টর দীপশিখা ঘোষ নিজের টুইটারে সেই মর্মস্পর্শী অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। টুইটারে তিনি জানান তার রোগী সংঘমিত্রা চট্টোপাধ্যায়ের ছেলে সোহম চট্টোপাধ্যায় এর অন্তিম মুহূর্তে তাকে ভিডিও কল করেন। ভিডিও কলে সংঘমিত্রা কে দেখে তিনি জানান সংঘমিত্রা চট্টোপাধ্যায় আর বেঁচে নেই। তখন তার কাছে কয়েক মুহূর্ত সময় চেয়ে বসেন সোহম। তারপর তাকে ভিডিও কলে রেখে মায়ের নিথর দেহের সামনে বসে এক পুরনো হিন্দি ছবির তেরা মুজসে হ‍্যায় পহেলা কা নাতা কোই গানটি গাইতে শুরু করেন সোহম। এইভাবে মাকে শেষ বিদায় জানাতে দেখে ডক্টর দীপশিখা আবেগঘন হয়ে পড়েন। হাসপাতালে অন্যান্য নার্সরা ও সেখানে ছুটে আসেন এবং সকলেই নীরব হয়ে পড়েন। সোহম গানটি গাইতে গাইতে কান্নায় ভেঙে পড়েছিলেন। তবু মাঝপথে থেমে যাননি। গানটি সম্পূর্ণ গেয়েই মাকে শ্রদ্ধা জানান। দীপশিখা জানান গানটি আমাদের অন্য দুনিয়ায় নিয়ে চলে গিয়েছিল। অন্তত আমাকে। এই গানটি সর্বদা তাদের হয়েই থেকে যাবে। সংঘমিত্রা চট্টোপাধ্যায় এবং সোহম চট্টোপাধ্যায়ের চিরবিরহের আবেগঘন মুহূর্তের কথা ডক্টর দীপশিখার মাধ্যমে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয় যারা পোস্টটি পড়েছেন তারাই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।