কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে কড়া চিঠি লিখলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই চিঠিতে তিনি শীঘ্র জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। অর্থমন্ত্রী অমিত মিত্রর দাবি নিয়ম অনুযায়ী জিএসটি কাউন্সিলের একটি করে বৈঠক 3 মাস অন্তর হওয়ার কথা। কিন্তু গত বছর থেকে দুবার এই নিয়ম লঙ্ঘিত হয়েছে। 2020 সালের 5 অক্টোবর শেষ বৈঠক হয়েছিল। তারপর এখনো পর্যন্ত জিএসটি কাউন্সিলের কোনো বৈঠক হয়নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী বলে এই দাবি করেন অমিত মিত্র। তিনি চিঠিতে লিখেছেন সংবিধানের 279 এ এবং 279 এ (8) অনুচ্ছেদ মেনেই বৈঠক ডাকা উচিত। কোভিডের কারণে দেশজুড়ে চলা গতবছরের লকডাউনে অর্থনীতি বিপর্যস্ত হয়েছে বলে অর্থনীতিবিদদের একাংশের মত। রাজ্য সরকার গুলি আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠিতে আরও লিখেছেন রাজ্যগুলির উদ্বেগজনক আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়া উচিত। কেন্দ্রীয় সরকার কোভিড সংক্রমনের সময়ে এক লক্ষ 56 হাজার 164 কোটি টাকার আর্থিক ঘাটতি অনুমান করেছিলো। কিন্তু করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে সেই ঘাটতির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এই বিষয়টিকে তিনি অতি উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। এরকম কঠিন আর্থিক পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত জিএসটি কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক ডাকার অনুরোধ করেছেন অমিত মিত্র।