রাজ্যের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আজ কলকাতায় হেস্টিংসে বিজেপির অফিসে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বৈঠকে বসেন বিধায়করা। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে নন্দীগ্রামের বিধায়কে রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচিত করা হয়।

বিরোধী দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এবং ভূপেন্দ্র যাদবকে কলকাতায় পাঠায় দিল্লি। তার উপস্থিতিতে বিজেপি বিধায়কদের নিয়ে সকাল ১১টায় বৈঠক শুরু হয়। সমস্ত বিধায়কদের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন রবিশঙ্কর প্রসাদ।

নাম ঘোষনা করে তিনি বলেন, আমি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা হিসাবে সকলের সঙ্গে কথা বলে বিধানসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বিধানসভায় মানুষের কথা তুলে ধরতে হবে। শুভেন্দু অধিকারী দক্ষতার সঙ্গে এই কাজটা বিধানসভায় করবেন বলে আশা প্রকাশ করেছেন রবিশঙ্কর প্রসাদ।