ভ্যাকসিন না থাকলে প্রতিদিন টিকাকরণের নতুন তথ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কি করে কেন্দ্রকে দিচ্ছে। এই কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন এক ভার্চুয়াল কর্মী সভায় তিনি এ কথা বলেন। নাড্ডা বলেন, মমতাদি নতুন বিষয় আনার চেষ্টা করেন। তিনি দাবি করেছেন বাংলায় ভ্যাকসিন এর অভাব রয়েছে। আমি জানতে চাই টিকা না থাকলে স্বাস্থ্য বিভাগের লোকেরা রোজ টিকা দেওয়ার তথ্য কোথা থেকে জোগাড় করছেন। তার মানে বাংলার মানুষ ভ্যাকসিন পাচ্ছেন। ভ্যাকসিন এর সদ্ব্যবহার হচ্ছে। কিন্তু মমতাদি সব বিষয়ে রাজনীতি দেখতে পান। সংক্রমনের সময় ভ্যাকসিন নেই বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে ভ্যাকসিন সংকটের দাবি করছেন। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন বণ্টনের বৈষম্য করছে। গুজরাট ভ্যাকসিনের 60% পেয়েছে। অন্যান্য রাজ্যগুলির 20 শতাংশ পেয়েছে। এই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সেই বক্তব্য নিয়ে তাকে আক্রমণ করে বলেন জে পি নাড্ডা।